সোমবার ১৪ জুলাই ২০২৫ - ১১:০৯
সম্পদ কম, শান্তি বেশি!

অন্তরের সত্যিকারের প্রশান্তি কি বেশি সম্পদে, না পরিমিত জীবনযাপনে অন্তর্নিহিত? ইমাম জাফর সাদিক (আ.)-এর হাদীস আমাদের এক গভীর আত্মজিজ্ঞাসার সম্মুখীন করে থাকে।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম জাফর সাদিক (আ.) বলেন,
طَلَبتُ فَراغَ القَلبِ فَوَجَدتُهُ فی قِلَّةِ المالِ
আমি হৃদয়ের প্রশান্তি অনুসন্ধান করলাম, আর তা পেলাম সম্পদের স্বল্পতায়।

[মুস্তাদরাকুল ওয়াসায়েল, খণ্ড- ১২, পৃষ্ঠা- ১৭৪, হাদীস- ১৩৮১০]

এই হাদীস আমাদের স্মরণ করিয়ে দেয়—মানবমনে প্রকৃত শান্তি আসে তখনই, যখন তা দুনিয়াবি আসক্তি ও অতিরিক্ত ভোগ-বিলাস থেকে মুক্ত থাকে। অধিক সম্পদ মানুষকে দায়, চিন্তা ও প্রতিযোগিতার আবর্তে ফেলে; পক্ষান্তরে সীমিত চাহিদা ও সন্তুষ্ট জীবন একজন মুমিনকে আল্লাহর দিকে অধিক মনোযোগী ও অন্তরঙ্গ করে তোলে। সুতরাং, প্রকৃত প্রশান্তি বাহ্যিক প্রাচুর্যে নয়, বরং অন্তরের পরিতৃপ্তিতে নিহিত।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha